আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ, বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর ও দায়িত্বপালন করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানিক দল।
পুলিশ জানায়, গত কয়েক দিন ধরেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভে বহিরাগত, ছাঁটাইকৃত ও বন্ধ কারখানার শ্রমিকদের অনেকেই অংশ নেন। তাঁরা বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ছাড়া হামলায় আহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।
আশুলিয়া থেকে আটককৃতরা হলেন— নেত্রকোনা জেলার মো. ইসমাইল (২৪), আলম (২৪), টাঙ্গাইল জেলার ফরহাদ মিয়া (২৪), দিনাজপুর জেলার মনির হোসেন (২১), ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জুলহাস (১৭), আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল (২৩), ঘোষবাগ এলাকার আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার, কুলসুম বেগম, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান (৫০)।
আশুলিয়া থেকে আবু হানিফ নামে একজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় শুক্রবার বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গেছে আবু হানিফ ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব। এছাড়া সাভার এলাকা থেকে আরও ৩ জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম ঠিকানা জানা যায় নি।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। দায়িত্বপালন করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ সব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে।এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এসব বিশৃঙ্খলার সাথে আটকদের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই—বাছাই চলছে।