বাউফলে গাজার আসরে গ্রামবাসীর হামলা, আটক ২

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-

পটুয়াখালীর বাউফলে দুই মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে ভ্রাম্যমাণ আদালতে এই সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু।

সাজাপ্রাপ্ত মো. হৃদয় (২২) ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং ওলিউল্লাহ (১৯) একই গ্রামের মাহবুল মৃধার ছেলে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু জানান, কর্পূরকাঠি গ্রামে একটি নির্জন যায়গায় ৪ জন গাঁজা সেবন করছিলেন। এসময় গ্রামবাসী ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়। অন্য দুজন অপরাধীকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ লঙ্ঘন আইনে তাদের প্রাপ্য সাজা দেয়া হয়েছে। এসময় তাদের জিম্মা থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কিছু মাদক তারা পুকুরে ফেলে দিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, কয়েকদিন ধরেই ওখানে মাদকসেবন করছিলো কয়েক মাদকসেবী। আজ গ্রামবাসীর সহযোগিতায় তাদের মধ্যে দুজনকে ধরা সম্ভব হয়েছে। আসামিদের জেলা কারাগারে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *