আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

Logo
News Headline :
দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল
বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

ডেস্ক নিউজ :-

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। একই সাথে মৃত্যু হয়েছে দুই রোগীর। শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, এ মৌসুমে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যা আশঙ্কাজনক। সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রতিরোধ সবাইকে একসাথে কাজ করতে হবে।

তবে বিভাগের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ রয়েছে। তিনি নিজে প্রত্যেক হাসপাতালে গিয়ে বিষয়টি তদারকি করছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। দুই রোগী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

তারা হলেন-পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. সোলাইমান ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাহার হাওলাদার (৪৫)।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৩ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা জেলায় বিভিন্ন হাসপাতালে ১৪ জন, পিরোজপুরে ১৪ জন, বরগুনায় ৩৩ জন ও ঝালকাঠিতে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২ হাজার ৫৮৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬১ জন।

এখন পর্যন্ত গোটা বিভাগে ১৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১২ জন, বরগুনায় দুইজন, পটুয়াখালীতে একজন ও ভোলাতে একজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com