আজ রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
প্রত্যেক শহীদ ও আহতদের পরিবারের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে হাসপাতালে যারা কাতরাচ্ছেন তাদেরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তার পরিবার আবার টাকা দিয়ে চিকিৎসা ওষুধ কিনবে, এটা মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাংবাদিকদের স্মরণ এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষ্যে ‘স্বৈরাচার হাসিনা সরকারের পতনে সাংবাদিক সমাজের ভূমিকা ও বর্তমান করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন “লাভ শেয়ার বিডি-ইউএস” সেখানে এসব কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের হাসপাতালে অবস্থার বর্ণনা দিয়ে তিনি বলেন, আজকে এখানকার পরিবেশ খুবই বেদনা বিধুর। খুবই কঠিন মূহুর্ত যখন পিতার কাঁধে সন্তানের লাশ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা তাদের জীবন দিয়েছে। এই সামান্য উপঢৌকন তাদের পরিবারের জন্য কিছু না।হাসাপাতালের চিকিৎসারত চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন আনসারী। তিনি বলেন, আপনারা হয়তো এখানে বসে অনেক কথা বলছেন, অনেকের মনে সুপ্ত বাসনা পূরণ করতে চেষ্টায় আছেন। আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম। দেখে চোখের পানি ধরা রাখা যায় না। হাত, পা নেই, অঙ্গহানি ও পঙ্গু হয়েছে অনেক ছাত্র জনতা। দু’পা নেই, কেটে ফেলতে হয়েছে, উপর হয়ে শুয়ে আছে। উল্টে উঠে একটি হাসি দিয়ে বললো, ” ব্রাদার উই আর মেরিট”। কি ভালবাসা আর দেশ নিয়ে, কি প্রেম তাদের দেশের প্রতি।