আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

Logo
পোলট্রি ফিডের দাম না কমালে খামার বন্ধের হুঁশিয়ারি

পোলট্রি ফিডের দাম না কমালে খামার বন্ধের হুঁশিয়ারি

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-

করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট ও পোলট্রি ফিডের দাম না কমালে খামার বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে করপোরেট সিন্ডিকেটকারীদের মতামত নিয়ে ডিম-মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার।

তিনি বলেন, করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট ভাঙতে হবে এবং যাদের বিরুদ্ধে বাজার সিন্ডিকেটের মামলা আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা প্রান্তিক খামারিরা এই সিন্ডিকেটের কারণে উৎপাদন থেকে সরে আসতে বাধ্য হচ্ছি। এক রকম জোর করে আমাদেরকে এই উৎপাদন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পোলট্রি ফিড দেশে উৎপাদন হওয়ার পরেও কেন আমদানি পণ্য দেখানো হয়? ফিডের দাম কমানো না হলে আমরা সারা বাংলাদেশে খাবারগুলো বন্ধ করে দিবো।তিনি আরও বলেন, করপোরেট কোম্পানিগুলো চাচ্ছে আমরা খামার বন্ধ করে দেই। আমরা একবার খামার বন্ধ করে দিয়েছি। তখন পোল্ট্রি মুরগির দাম ৩০০ টাকা হয়ে গেছে। এখন খামার বন্ধ করে দিলেই তারা হাইপাওয়ারে উঠে যাবে। তাই আমরা বলতে চাই ১৫ দিনের মধ্যে ফিডের দাম কমানোসহ করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট ভেঙে ফেলা না হলে প্রান্তিক খামারিরা ধীরে ধীরে খামার বন্ধ করে দিবো।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com