আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে স্পষ্ট বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার দুপুরে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। লিস্ট করা হচ্ছে, এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত পুরো এলার্ট আছে। অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
তিনি বলেন, ‘সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। মিডিয়ায় সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের (ভারত) অপপ্রচারের জবাব দিয়ে মুখে চুনকালি দিতে হবে তাদের। সীমান্তে সতর্কতা জারি আছে। আপনারা সত্য খবর প্রকাশ করেন।’
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে সরকার। থার্টি-ফার্স্ট নাইটে অনেক যুবক পানি টানি খায়। সেটা যেন না করে এজন্য মিডিয়াকে সচেতন করতে হবে। থার্টি ফার্স্ট নাইটে সকল বার বন্ধ থাকবে। ফানুস এবং আতশবাজি নিষিদ্ধ।’