আজ সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, কমিউটার ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়।
জানা যায়, চালক সংকেত (সিগন্যাল) না মেনেই ট্রেনটি গন্তব্যর উদ্দেশ্যে রওনা হওয়ায় লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারের পর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করা হবে।