আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

Logo
News Headline :
আজ জীবন জীবনের জন্য ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ এর উদ্যোগে  ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরন করা এবং দোয়ার আয়োজন করা হয়। তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয় পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরগুনায় স্বামী সিগারেট ছাড়তে না পারায় , স্ত্রীর আত্মহত্যা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় : মান্না বদলগাছীতে গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ। ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত  ফরিদপুরে মধুখালী  ডুমাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহত ঘটনায় গ্রেফতার-১পুলিশরসুপার   কম্বল বিতরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুকমান তরফদার মৌলভীবাজার প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত 
ঢাকায় নীরবে কাজ করছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল

ঢাকায় নীরবে কাজ করছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন দমাতে গিয়ে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ও আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে ঢাকা অবস্থান করছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রায় একমাস ধরে তাদের এই তথ্যানুসন্ধান কাজ চলমান থাকবে। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর প্রতিনিধি দলের দুই সদস্য ঢাকায় আসেন।জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের জুলাই ও আগস্টের নৃশংসতার তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে জানতে বাংলাদেশের জাতিসংঘ অফিসের মুখপাত্র আনাহিতা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় সরকারি বাহিনীর চালানো নৃশংসতার ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। গত একসপ্তাহ ধরে তারা কাজ করছেন। তথ্য সংগ্রহের জন্য তারা আরও অন্তত চার সপ্তাহ বাংলাদেশে অবস্থান করতে পারেন।

তথ্যানুসন্ধান দল কতজনের তথ্য পেয়েছে জানতে চাইলে আনাহিতা বলেন, জাতিসংঘের তিন সদস্যের প্রাথমিক প্রতিনিধিদল ঢাকা আসার পরে তারা আমাদের সঙ্গে কথা বলেছিল। কিন্তু তথ্যানুসন্ধান দলটি এখন পর্যন্ত কোনো ধরনের কথা বলেনি। এমন কি তারা কতজন এসেছেন সেই তথ্যও আমাদের কাছে নেই। তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজ করছেন। এর কারণ যারা তথ্যানুসন্ধান দলের কাছে তথ্য দিচ্ছেন বা ভুক্তভোগীরা কথা বলছেন তাদের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখার জন্য অনেকটা নীরবে কাজ করছেন। সারাদেশে ঘুরে ঘুরে তারা তথ্য সংগ্রহ করবেন বলে জেনেছি। এর বাইরে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে তারা বাংলাদেশ ত্যাগ করার আগে আমাদের সঙ্গে কথা বলবেন বলে জেনেছি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com