আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
শিল্পখ্যাত গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের মুখে ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে কারখানাগুলো বন্ধের নোটিশ টাঙানো হয়েছে প্রধান ফটকে।
এর আগে, গতকাল সোমবার গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর, সদরের বাঘের বাজার এলাকায় বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করেন শ্রমিকরা। এসময় কারখানা ভাঙচুর ও সড়ক অবরোধসহ নানা ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় মোট ২৪ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।জানা গেছে, শ্রমিক আন্দোলনের মুখে সোমবার সন্ধ্যায় ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১২টি পোশাক কারখানা ও একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানা। এর মধ্যে খাদ্য উৎপাদন তৈরি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকিগুলো এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে শিল্প এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সেনাবাহিনীসহ র্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, যে কারখানাগুলোতে সমস্যা হচ্ছে সেসব কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা খোলা হবে।