আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের চাকরি অবসানের আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চান্দিনা), কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (লাকসাম), কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পদুয়ার বাজার, সদর দক্ষিণ), কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (দাউদকান্দি), কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৫(মুরাদনগর), ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি (নবীনগর), নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (বেগমগঞ্জ) আওতাধীন উপজেলা সমুহে বিদ্যুৎ সঞ্চালনাসহ ‘কমপ্লিট শাটডাউন’করা হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিজ্ঞ চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত/চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলমান রয়েছে। যার প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি একাধিকবার বিভিন্ন কর্মসূচি পালন করে। চলমান দ্বন্দ্বের জেরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিভিন্ন জেলার পল্লী বিদ্যুৎ সমিতির দশ জন কর্মকর্তাকে চাকরি অবসানসহ তাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
৪ জন কর্মকর্তাকে চাকরি থেকে অবসান এবং মামলা হয়। তারা হলেন আসাদুজ্জামান ভূঁইয়া, ডিজিএম, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, নবীনগর জোনাল অফিস (চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক)। দীপক কুমার সিংহ ডিজিএম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা (চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক)। মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র জিএম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, লাকসাম (চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক)। আবু সামাদ জাভেদ, ওয়্যারিং পরিদর্শক, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ।