আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় মুহাম্মদ ফরিদ নামের যুবদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০ থেকে ১৫ মিনিট ধরে চলে গোলাগুলির ঘটনা। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী, কেনাকাটা করতে আসা নারী-পুরুষ দিগ্বিদিক ছুটতে থাকেন। একপর্যায়ে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।গুলিবিদ্ধ যুবদল নেতা ফরিদকে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি একই উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ এলেও কাউকে পাননি।
ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ শনিবার রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে আছি। বাজারের লোকজনের সঙ্গে কথা বলছি। গোলাগুলির ঘটনা সঠিক। পরে বিস্তারিত জানানো হবে।’