আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

Logo
নরসিংদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নরসিংদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ, সিএনজি স্ট্যান্ড ও জুট ব্যাবসা দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ফুটপাতের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ যানচলাচ বন্ধ হয়ে যায়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পাঁচদোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলোগুলির ঘটনা ঘটেছে। ওই সময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। 

নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিএনপি সহ-সভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

মঙ্গলবার রাতের ঘটনায় আহতরা হলেন- গুলিবিদ্ধ আহত মো. রনি (৩২), একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)।

জানা যায়, নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড ও জুট ব্যাবসার দখল নেয়াকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়নের বিএনপি সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরই জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বারের প্রবাসী ছেলেকে মারধর করে মোসাদ্দেক সমর্থকরা। এই খবর ছড়িয়ে পড়লে লাল মিয়া সমর্থকরা মোসাদ্দেক সমর্থকদের ধাওয়া দেয়। ওই সময় দুই পক্ষর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়। 

পরে লাল মিয়া সমর্থকররা বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শনসহ টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। এরই জেরে আজ বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন ও তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে লাল মিয়া মেম্বারের সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় ফুটপাতের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। 

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মাঝে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতির পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com