আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এসময় ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাফেজ মাওলানা মাহমুদ আব্বাস। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, মো. শাহজাহান, সদস্য সচিব হাফেজ মাওলানা ইলিয়াস হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির ৬ (ছয়) মূলনীতি হলো- মুসলিম ঐক্য, ন্যায়বিচার, ইসলামী শিক্ষা, ইসলামী সমাজ, ইসলামী আইন ও ইসলামের অর্থনীতি।
বাংলাদেশ পুনর্গঠনে দলটি ১৪ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে। সেগুলো হলো-
১। সর্বাবস্থায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
২। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা।
৩। দুর্নীতিমুক্ত ন্যায়নীতি ভিত্তিক সমাজ গঠন করা।
৪। একটি আত্মনির্ভরশীল জাতি গঠন করা।
৫। প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রম এবং আইন- শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
৬। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।
৭। গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করা।
৮। দেশকে নৈতিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা।
৯। সকল দেশবাসীর জন্য দেশে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করা, দেশের বেকারত্ব দূরীকরণ।
১০। নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
১১। কর ব্যবস্থা রহিত করে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা।
১২। শ্রমিকদের অবস্থার উন্নতি ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা।
১৩। সরকারি চাকুরীজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোভাব তৈরি করা।
১৪। সকল বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব ও মুসলিম দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা।