আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
জবি ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা |Our Daily Bangladesh

জবি ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা |Our Daily Bangladesh

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-

মনিরুল ইসলাম অপু হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোস্তফা কামাল ও সাবেক সহকারী প্রক্টর নিউটন হালদারসহ শাখা ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার কোতয়ালি থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে মনিরুল ইসলাম অপু হত্যার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর রবিউল ইসলাম শাওন নামে একজন বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় এ মামলা করেন।

এছাড়া এ মামলায় জবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতিষ দত্ত রাজ, শামীম ফেরদৌস অপি, ইব্রাহিম হোসাইন সানিম, কামরুল হোসাইন, রিফাত সাইদ, সিএসই বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল জুনাইদ, সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন, ১০ম ব্যাচের সজল, মিরাজ হোসাইন, শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইকবাল কবির সম্রাট, সাজবুল ইসলাম, তাওফিক মাহমুদ, মুনিয়া আক্তার যুথি, মীর মুকিত সহ অজ্ঞাতনামা ২০ জন ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদীর বাবা মনিরুল ইসলাম অপু (৫৫) গত ৫ আগস্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগসহ উল্লেখিত বিবাদীগণ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। একপর্যায়ে মনিরুল ইসলাম অপু পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com