আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-
ইসলামি দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টির লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের মতবিনিময় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবনিমিয় সভায় এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ খন্দকার গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম।
খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সুসংহত এবং পতিত স্বৈরাচারের অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ইসলামি দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টির লক্ষ্যে সবাইকে ময়দানে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের ওপর নজর রাখার নির্দেশনাকে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক উসকানি হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ ভারতীয় আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে অন্তর্ববর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানান।