আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক:-
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় হিজবুল্লাহ ক্ষেপনাস্ত্র নিক্ষেপের পর লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল।ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গতকাল (৭ অক্টোবর) সোমবার এক ঘণ্টায় তারা লেবাননে হিজবুল্লাহর ১২০টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে।লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের বন্দরনগরী হাইফায় বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে। গাজায় অভিযান চালানোর পর এই প্রথম হাইফ’য় ক্ষেপনাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ।ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান জিওরা এইল্যান্ড সেদেশের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের পক্ষে গাজা এবং লেবাননে পুরোপুরি বিজয় অর্জন করা সম্ভব নয়।২টি ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য সুবিবেচক কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।