আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’
নেতা অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারটি ফাঁকা রেখে, ভারতের দিল্লি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন অতিশী মারলেনা।

নেতা অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারটি ফাঁকা রেখে, ভারতের দিল্লি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন অতিশী মারলেনা।

আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক:-

ভারতের দিল্লি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন অতিশী মারলেনা। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারটি তিনি ফাঁকা রেখে দিয়েছেন। তার পাশে অন্য একটি চেয়ারে বসেছেন তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন অতিশী।দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর সংবাদমাধ্যমকে তিনি জানান, তিনি তার অবস্থার সঙ্গে রামায়ণের ভরতের অবস্থার মিল খুঁজে পেয়েছেন। রামের অনুপস্থিতিতে যেমন ভরত তার হয়ে শাসনকার্য পরিচালনা করেছিলেন, তেমন আপের সর্বময় নেতা কেজরিওয়ালের অনুপস্থিতিতে তার হয়ে দিল্লির কাজ চালাবেন অতিশী।তার কথায়, ‘ভরত যে ভার বহন করেছিলেন, আমিও তা-ই করছি। তিনি রামের পাদুকা সিংহাসনে রেখেছিলেন। আগামী চার মাস দিল্লির কাজ পরিচালনার ক্ষেত্রে আমার নীতিও তা-ই হবে।

আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। অতিশী জানিয়েছেন, চার মাস পরে রাজধানীর মানুষ ভোট দিয়ে কেজরিকে তার চেয়ারে ফিরিয়ে আনবেন বলে তিনি বিশ্বাস করেন। সেই বিশ্বাসেই চার মাস তিনি কাজ করে যাবেন।দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরে কেজরির চেয়ার ফাঁকা রাখার প্রসঙ্গে অতিশী বলেন, ‘এই চেয়ার কেজরিওয়ালের চেয়ার। আগামী ফেব্রুয়ারি মাসের ভোটে দিল্লির মানুষ তাকেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন, আমি জানি। তত দিন এই চেয়ার এই দফতরে তার অপেক্ষায় থাকবে।

দিল্লির আবগারী দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কেজরির। তাকে গ্রেপ্তার করেছিল ইডি। পরে ওই মামলাতেই সিবিআইও কেজরিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তিনি পদত্যাগ করেননি। মুখ্যমন্ত্রী হিসাবেই জেলে ছিলেন। সম্প্রতি ইডি এবং সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে তিহার জেল থেকে বেরিয়েছেন কেজরি।কিন্তু জেলমুক্তির পরেই তিনি জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ তিনি ছাড়তে চান। মানুষ আবার তাকে নির্বাচিত করলে তিনি ওই পদে ফিরবেন। এর পরে আপের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয় মুখ্যমন্ত্রী হবেন অতিশী। শনিবার তিনি শপথ নিয়েছেন।

শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী তিনি। তার সঙ্গে মন্ত্রিসভার আরো পাঁচ সদস্যও শপথ নিয়েছেন। সোমবার থেকে দফতরে কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী অতিশী।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com