আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহরকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টায় এ হামলা চালানো হয়েছে।টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭ টায় ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে হামলা করা হয়। লেবানিজ এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে যোদ্ধাদের এই হামলা উল্লেখ করে হিজবুল্লাহ “বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের” জন্য যোদ্ধাদের প্রশংসা করেছে।
তবে এই হামলার বিষয়ে ইসরায়েল বাহিনীর তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।প্রসঙ্গত, হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পর গোষ্ঠিটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি যে কোরো সময় আরো জটিল হতে পারে। কারণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পুরো অঞ্চলজুড়ে সহিংসতা বাড়িয়ে তুলছে।