আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

Logo
News Headline :
আদমপুরে অবৈধ ভাবে বালু পরিবহন করায় একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা আইনজীবী সুজন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫ রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল যশোরে ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, মাদ্রাসা শিক্ষকের কক্ষে মিললো মনিটর ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিলো শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে লংগদু জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত” বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা শুরু করার পর খোদ ইসরায়েলেই দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক কারণে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেখানে জিম্মি থাকা ইসরায়েলিদের পরিণতি নিয়ে ভাবছে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের রাস্তায় ১০ হাজারের বেশি মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তাদের দাবি, হামাসের হাতে জিম্মি থাকা ৫৯ ইসরায়েলির পরিণতি নিয়ে ভাবছে না নেতানিয়াহু সরকার। তাদের ধারণা, জিম্মিদের মধ্যে এখনো অন্তত ২৪ জন জীবিত রয়েছেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত তিন দিনের ইসরায়েলি হামলায় অন্তত ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থল ও আকাশ পথে ইসরায়েলের এই হামলার কারণে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে।

ব্রাদার্স ইন আর্মস আন্দোলনের প্রধান নির্বাহী ইতান হার্জেল বলেন, ‘নেতানিয়াহু এখন নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলের জনসাধারণকে বিরক্ত করবে, এমন বিষয়গুলো থেকে নজর অন্যদিকে সরানোর জন্য আবারও যুদ্ধ শুরু করেছে। সরকার সম্ভাব্য সব পর্যায়ে সব ধরনের বৈধতা হারিয়েছে। তারা ব্যর্থ হচ্ছে।’

গত বুধবার থেকে হাজার হাজার মানুষ জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছের সড়কগুলোতে অবস্থান নেয়। তাদের অনেকের হাতেই ছিল পতাকা এবং গাজায় এখনো জিম্মি থাকা মানুষদের সমর্থনে লেখা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

বিক্ষোভের আয়োজকদের একজন ওরা নাকাশ পেলেড বলেন, ‘আমাদের সংগঠিত হতে হবে, আমাদের অবিচল থাকতে হবে, আমাদের মূল লক্ষ্যে নিবদ্ধ থাকতে হবে। (বিক্ষোভ) সহিংস হওয়া যেমন ঠিক নয়, তেমনি এটিকে ভদ্রোচিতও রাখা যায় না।’
এদিকে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে। ধারণা করা হচ্ছে, বিচার শেষে নেতানিয়াহুর কারাদণ্ড হতে পারে।

গত ১৯ জানুয়ারি গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর দু পক্ষের আলোচনা চলছে চুক্তির মেয়াদ বাড়াতে। এর মধ্যেই গত মঙ্গলবার ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েল এবং হামাস প্রথম পর্যায়ের পরে যুদ্ধবিরতি কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তা নিয়ে একমত হতে ব্যর্থ হয়েছে। দু পক্ষই এ নিয়ে পরষ্পরকে দুষছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। জিম্মিদের মধ্যে ২৫ জনকে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে জীবিত মুক্তি দেওয়া হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওইদিন থেকে ইসরায়েলের আক্রমণে ৪৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, পাশাপাশি ঘরবাড়ি ও অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। 

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com