আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক;-
আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। শনিবার (২১ সেপ্টেম্বর) ভূমিকম্পটি সান লুইসে আঘাত হানে।রোববার (২২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নীচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)।ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রায়শ ভূমিকম্প আঘাত হানে। এর আগে, গত ১৭ জুলাই দেশটিতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১৬৯ কিলোমিটার।