আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
আক্কাছ আলী টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জ-শরীয়তপুরের সীমানাধীন পদ্মানদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও পাঙ্গাস পাচ্ছেন জেলেরা। আর সেই পাঙ্গাস বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি জেলেরা। গত ও শুক্রবার, শনিবার,রবিবার মুন্সীগঞ্জের মাওয়া,হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাঙ্গাস বিক্রি করেছে জেলেরা। ৮০০-১০০০ টাকা দামে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা।
হাসান ছৈয়াল নামের এক জেলে জানান,ইলিশের অভিযান শেষে হলে নদীতে মাছ ধরতে যাই। এসময় ইলিশ আসার কথা থাকলেও ইলিশ না এসে বড় বড় পাঙ্গাস আসে। আড়ত গুলোতে ভালো দাম পাওয়ায় আমরা খুশি।
হাসাইল মৎস্য আড়তের আড়তদার বাবু হাওলাদার বলেন, প্রতি বছরেই এই সময় জেলেরা বড় বড় পাঙ্গাস পেয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে এক ক্ষেপে সর্বোচ্চ ৮০ পিস পাঙ্গাস পেয়েছিলো। এবছর এখনো পর্যন্ত ২৫০ পিস পাঙ্গাস পাওয়ার কথা শুনেছি।
টঙ্গীবাড়ী থেকে পাঙ্গাস কিনতে আসা গনেশ নামের এক ক্রেতা জানান, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস কিনলাম। নদীর পাঙ্গাস খেতে খুবই সুস্বাদু তাই ভোরে আড়তে এসেছি পাঙ্গাস কিনতে। পছন্দমত কিনে নিলাম।
তবে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, বাজারদর নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স কাজ করছে। আমরা নিয়মিত বাজারে অভিযান চালাচ্ছি।