আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
সমাজহিতৈষী আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার

সমাজহিতৈষী আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি)’র পিতা কুলিয়ারচরের বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী, আলম গ্রুপ অব ইন্ডাস্টিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যু বার্ষিকী আগামীকাল ২৫ জানুয়ারি শনিবার। গত ২০১৮ সালের ২৫ জানুয়ারি ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কুলিয়ারচরবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কীর্তিমান এই সমাজহিতৈষী।


তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল তাঁর প্রতিষ্ঠিত জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা ও জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় ছাড়াও বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ মরহুমের পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তাঁর আত্মীয় স্বজন ও হিতাকাক্সিক্ষরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।


মরহুম আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া তাঁর কর্মময় জীবনে নিজের মেধা, সততা, দক্ষতা, পরিশ্রম আর ধৈর্যকে কাজে লাগিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যা আজো সগৌরবে সুনামের সাথে সারাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে।


আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া ব্যবসার পাশাপাশি তাঁর নিজ জন্মভূমি কুলিয়ারচর উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত।

নিজ জন্মভূমি কুলিয়ারচরে গড়ে তুলেছিলেন বহু স্কুল, মসজিদ, মাদ্রাসা। দায়িত্ব পালন করেছেন কুলিয়ারচর সরকারি কলেজ পরিচালনা পর্ষদে। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক মসজিদ, মাদ্রাসা পরিচালনা কমিটিসহ বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনের।


জীবদ্দশায় তিনি সব সময় চেষ্টা করেছেন গরীব, অসহায়, মানুষের পাশে থেকে প্রতিষ্ঠান ও মানুষের কল্যাণে কিছু করার জন্য। এরই ধারাবাহিকতায় তিনি কুলিয়ারচর বাজারে “অঙ্গীকার সংসদ” নামে একটি সংগঠন চালু করেন। এ সংগঠনের ব্যবস্থাপনায় প্রতি শুক্রবার উনার পিতা মরহুম আ. জলিল ভূইয়া ফ্রি ক্লিনিক থেকে অসুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করেছেন। একইসঙ্গে তিনি অসহায়, অসুস্থ মানুষকে এবং কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন অকাতরে। যা বর্তমানেও চলমান রয়েছে।
সৎ, কর্তব্যপরায়ণ এবং আদর্শ ও নিষ্ঠাবান এই সমাজহিতৈষী জনকল্যাণের মহান লক্ষ্য নিয়ে মানুষের সেবা করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও পরম আপনজন।


তিনি এলাকার যেকোন সমস্যা সমাধানের জন্য সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। ফলে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছেন। হয়ে উঠেছেন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ। আর এই জন্যে অনেকেই তাঁকে ভালোবেসে কোম্পানি সাহের নামে সম্বোধন করতেন।


তিনি দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে থেকে সাহসী ভূমিকা পালন করে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন মানব কল্যাণে, যা ছিলো খুবই বিরল।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com