আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
মারুফ আহম্মেদ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সংগঠন মেলায় ‘খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র স্টলে উপচে পড়া ভীড়।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল দশটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই সংগঠন মেলা অনুষ্ঠিত হয়।এই সংগঠন মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক ২৩টি সংগঠন অংশগ্রহণ করে। এ সংগঠন মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো:রেজাউল করিম ।
তিনি বলেন “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিজে সংযুক্ত থাকতে হবে।খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রাজনৈতিক সংগঠনের আশ্রয় নেই তাই শিক্ষার্থীরা এইসব সংগঠনের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ পাচ্ছে। সংগঠনে কাজ করার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা পরবর্তীতে জব সেক্টরে অনেক ভূমিকা পালন করে”।
নবীণ ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির স্টল মুখরিত। তাদের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ ছিল। অনেক নবীণ শিক্ষার্থী সাংবাদিক সমিতির সহযোগী সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।
সাংবাদিক সমিতির স্টলে বিগত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফিচার ও নিউজগুলো প্রদর্শনী করা হয়।