আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

Logo
শেখ আব্দুর রাজ্জাক একাডেমীতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেখ আব্দুর রাজ্জাক একাডেমীতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের শেখ আব্দুর রাজ্জাক একাডেমিতে  বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মামুন জুবেরী (মির্জা মিয়া), শেখ আব্দুর রাজ্জাক একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য হাসিনা রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহম্মদ রফিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব তুলে ধরে বলেন, মানসম্মত শিক্ষা না হলে এখান থেকে ভালো শিক্ষার্থী বেরিয়ে আসবে না। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের গুরুদায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তিনি আরো বলেন বিদ্যালয়টি বোয়ালমারী উপজেলার মধ্যে শিক্ষা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এটি যাতে দেশের মধ্যে অন্যতম বিদ্যালয়ে পরিণত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় বোস। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com