আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

Logo
শিশু ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে এক শিশুকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে করা মামলায় কাজী মো. আসাদ (৫৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার কচুয়া পৌরসভাধীন আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায়। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, কাজী মো. আসাদ (৫৫) আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং কচুয়া পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড (কাজী বাড়ির) বাসিন্দা। গত ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শিশুটি মাদ্রাসার নিচতলায় পানি আনতে গেলে কাজী মো. আসাদ তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরে ঘটনাটি শিশুটি তার সহপাঠী ও পরিবারকে জানালে তার মা তাকে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা জানান, শিশুর শারীরিক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পরে চাঁদপুর সদর হাসপাতালে ৭ দিন নিবির পর্যবেক্ষণে চিকিৎসা শেষে (২২ ডিসেম্বর) শিশুটির মা সালমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় এজাহার দায়ের করেন। 

এ বিষয়ে শিশুটির মা সালমা বেগম জানান, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ৭ দিন চিকিৎসা করানো হয়েছে। 

কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক বলেন, শিশুটির মা রোববার মামলা দায়ের করার পর অভিযুক্ত ধর্ষণকারী কাজী মো. আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯(১) অনুযায়ী বিকালে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com