আজ শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
তাজ মাহমুদ,লংগদু (রাঙ্গামাটি) পার্বত্য জেলা
২৯ ডিসেম্বর, ২০২৪ রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় ভাসান্যাদম বাজারে এক কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাসান্যাদম ইউনিয়ন শাখা সভাপতি মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে ও হাফেজ মোফাচ্ছেল হক মারুফের সঞ্চালনায় উক্ত কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, মাইনীমুখ ইউনিয়ন আমীর প্রভাষক মোঃ শিহাব উদ্দীন, বগাচতর ইউনিয়ন আমীর মোঃ ছিদ্দিকুর রহমান খোকন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কী অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেনি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ। স্বৈরাচারীদের নির্মম নির্যাতনের প্রমান আজ আমাদের সামনে উপস্থিত। জুলাই আন্দোলনের আহত সৈনিক আমাদের উপজেলার গর্ব আমাদের সন্তান আমানুল্লাহ।
স্বৈরাচারীরা পালিয়ে গিয়েও ক্ষান্ত হয় নি। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দুটি মন্তণালয় তারা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তারা দেশকে অকেজো করে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এব্বগ সকল আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা ভিনদেশীদের আগ্রাসন ও দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতাকর্মীদের আহবান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ তাদের মতপ্রকাশের পূর্ণ ব্যবহার করতে পারেনি। ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার যেনো দেশের মানুষের উপর জুলুম না করতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।
সম্মেলন শেষে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন-২০২৪ এর আহত শিক্ষার্থী লংগদু উপজেলার কৃতি সন্তান মোঃ আমানুল্লাহকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ হতে নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা চিকিৎসা খরচ হিসেবে তার হাতে তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।