আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

Logo
News Headline :
লংগদুতে জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত  বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন! নলছিটিতে ইঁদুর মা*রা*র ওষুধ খেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের  কমলগঞ্জে মণিপুরী পাড়ায় পাড়ায় চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি  মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান রাজনগরে ভগবত শিক্ষা একাডেমির অন্নকুট মহোৎসব উদযাপন  সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নওগাঁর ধামইরহাটে বিএনপির ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত  নওগাঁর রানীনগরে এক এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
যুক্তরাজ্যের নবনির্বচীত প্রেসিডেন্টের ছবি সন্মিলিত পোষ্টের সহ আওয়ামীলীগে ১০ কর্মী আটক!

যুক্তরাজ্যের নবনির্বচীত প্রেসিডেন্টের ছবি সন্মিলিত পোষ্টের সহ আওয়ামীলীগে ১০ কর্মী আটক!

ডেস্ক নিউজ :-

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের নেতা-কর্মীদের দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক চক্রান্তের অংশ হিসেবে অবৈধ মিছিল ও সমাবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি এবং যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করার নির্দেশ দেন। পাশাপাশি, তিনি ওই সমাবেশগুলোর ছবি ভাঙচুর ও অবমাননা করার জন্য ফুটেজ সংগ্রহের নির্দেশও প্রদান করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ষড়যন্ত্রকারী দলের অন্তত ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রটি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্ট করার লক্ষ্যে পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, উস্কানিমূলক কর্মকাণ্ড এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এসব অপরাধের পেছনে যারা অর্থ সরবরাহ করেছে এবং যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ সব ধরনের চক্রান্ত রুখে দিতে তৎপর রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com