আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারে ২০তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪ইং উপলক্ষে বিভিন্ন সামাজিক এবং এনজিও সংগঠন র্যালী ও আলোচনা সভা সহ ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানভীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমদ।
আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট অন্তরা সরকার অদ্রি, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইশবাল আহমদ, আব্দা বহুমুখী যুব সংঘের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, সাকো নির্বাহী পরিচালক শামীম আহমদ, জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জি.এম. এনাম আহমদ, ম্যাক বাংলাদেশ এর পরিচালক এস.এ হামিদ, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।