আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউানয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআই-এলারি) এর আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সানজিদা আক্তার এসিল্যান্ড সদর এর সঞ্চালনায় ও উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ ইসরাইল হোসেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিট্রেট।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কাইয়ূম, মহাপরিচালক (গ্রেড-১) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।
উদ্বোধন অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন, নাসিরন চৌধুরী ইউএনও সদর উপজেলা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপ-পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব), মোঃ শাহ নেওয়াজ হোসেন, উপ-পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা।
উদ্বোধনে অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।