আজ রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

Logo
News Headline :
নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা বদলগাছীতে রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত। পিরোজপুরে ৩ কার্টুন বিদেশী ব্রান্ডের সিগারেটসহ এক আওয়ামী লীগ নেতা আটক বাউফলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ফরিদপুরে রিকশা চালকের লাশ উদ্ধার শেখ মজিব এদেশের স্বাধীনতা চায়নি, চেয়ে ছিলেন আজীবন রাষ্ট্র নায়ক হত:- আব্দুস সালাম ভৈরবে ভারতীয় বস্ত্রসহ ৪জন আটক, সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তি মৌলভীবাজারে পালিত হল জাতীয় সমাজসেবা দিবস
ভূঞাপুরে হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ

ভূঞাপুরে হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ

our daily bangladesh photo

নিজস্ব প্রতিবেদক :–

বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। ফসলের মাঠ যেন এক হলুদের রাজ্যে পরিণত হয়েছে। সকালে সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সাথে সাথেই সরিষা ফুলে হেসে উঠে চারিদিক। পরন্ত বিকেলের মিষ্টি রোদে বাতাসে দোল খেতে থাকে সরিষার ফুলগুলো। ফুলগুলো তার কলি ভেদ করে সুভাষ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে গ্রামীণ জনপদ হয়ে উঠেছে মনোমুগ্ধকর।

সরজমিনে গিয়ে দেখে যায়, টাঙ্গাইলের ভূঞাপুরে সরিষা ফুলের হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। পুরো মাঠ যেন হলুদ গালিচায় ঢেকে গেছে। সরিষা ফুলের মধু সংগ্রহে জন্য এসব জমির পাশে পোষা মৌমাছির সারি সারি বাক্স সাজিয়ে রেখেছে মৌয়ালরা। বাক্স থেকে হাজার হাজার মৌমাছি সরিষার ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করছে। ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহের ফলে সরিষা ফুলে সহজেই পরাগায়ন ঘটে এবং সরিষার ফলন ২০ শতাংশ বেড়ে যায়। একই সাথে মধু আহরণ করে লাভবান হচ্ছে মৌচাষিরা। এছাড়াও সরিষা থেকেই তৈরি হচ্ছে খাঁটি সরিষার তৈল, গরুর স্বাস্থ্যকর খাবার, খৈল এবং জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে সরিষার গাছ। সরিষা চাষে খরচ কম ও বেশি লাভজনক হওয়ায় প্রতি বছরের ন্যায় উপজেলায় এবছরও ব্যাপকভাবে সরিষা চাষ করেছে কৃষকরা।

উপজেলা সরিষা চাষিরা বলেন- আশা রাখি এবছর সরিষা আবাদ ভালো হবে। প্রথমদিক ঘন কুয়াশার কারণে কিছুটা চিন্তিত ছিলাম। কুয়াশার প্রভাব কেটে যাওয়ায় সরিষার ফলন ভালো হবে। সরিষা আবাদে আমরা ভালো লাভবান হতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন- চলতি বছরে যমুনা চরাঞ্চল সহ উপজেলায় ৩ হাজার ৩১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উপজেলার ৫ হাজার ৬০০ জন কৃষকে প্রণোদনা কর্মসূচি হিসেবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সেই সাথে কিভাবে সরিষার আবাদ বৃদ্ধি করা যায় সেই বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com