আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

Logo
News Headline :
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে প্রতিবাদ মিছিল নওগাঁয় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ৭৯ তম মাঘী উৎসব উপলক্ষে ছাত্রদল নেতার সুপেয় পানি বিতরণ পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত বদলগাছীতে আওয়ামীলীগ নেতা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার হাসপাতালের শৌচাগারে নবজাতক ফেলে পালালেন প্রসূতি  বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে দিনে দুপুরে দরজা ভেঙে ঠিকাদারের বাসায় চুরি পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ
ভুরুঙ্গামারী  সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক 

ভুরুঙ্গামারী  সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক 

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি টিভি ক্যামেরা স্থাপনের জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক বিজিবির জোড়ালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি টিভি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ।

গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী নামক এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্য লাইন হতে ০৫ গজ ভারতের অভ্যন্তরে ঝাকুয়াটারী জোড়া মসজিদ নামক স্থানে  ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান  ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গ সকাল ১১ ঘটিকায় ঝাকুয়াটারী জোড়া মসজিদের নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়। বৈঠকে ঝাকুয়াটারী জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে বর্ণিত সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। প্রতি উত্তরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্থাপনকৃত সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য আহ্বান জানান। বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার  সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আশ্বস্ত করেন। এছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরী না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com