আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

Logo
ব্রিক ফিল্ড মালিকদের সাথে মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা 

ব্রিক ফিল্ড মালিকদের সাথে মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার

মৌলভীবাজারে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দর সাথে ব্রিক ফিল্ড মালিকদের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন- দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.আব্দুর রহিম রিপন,চেম্বার পরিচালক তোফায়েল আহমেদ তোয়েল।

জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষে অংশ নেন- মো.ফয়েজ উদ্দিন আহমেদ, মো.আব্দুর রকিব চৌধুরী, সৈয়দ আনকার আলী,পিন্টু দেব,মো.আজহারচ উদ্দিন, হাজী মো.আব্বাস আলী প্রমূখ।

সভায় ইটভাটা মালিক গণ চেম্বার নেতৃবৃন্দকে জানান,বর্তমানে ইট ভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ভ্যাট,বিএসটিআইসহ প্রশাসনিক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তা থেকে পরিত্রানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এসময় চেম্বার সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী শরীফ ইট ব্যবসায়িদের সরকারি নিয়ম এবং যথাসময়ে ভ্যাট পরিশোধ সহ গ্রামীণ সড়কে ট্রাক্টর দিয়ে ক্ষেতের জমির মাটি পরিবহন না করার অনুরোধ জানান।

তিনি ব্যবসায়ি সকল সমস্যা সমাধানের জন্য চেম্বার নেতৃবৃন্দের নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com