আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
আব্দুস সালাম মোললা
বাংলাদেশে সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কৃষক দলের উদ্যোগে ফরিদপুরের নগরকান্দার তালমায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তালমার আমিন উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তালমা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জেনারুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ভিপি শহিদ, সদস্য সচিব মুরাদ হোসেন নগরকান্দা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গরি হোসেন, ভিপি মোকলেস প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় শহিদুল ইসলাম বাবুল বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দেবার জন্য কাজ করবে।
সমাবেশে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল ছাড়াও নগরকান্দা উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।