আজ শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা।
ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনে মিনি অডিটোরিয়াম হলরুমে সকাল ১১ ঘটিকা দুর্নীতি বিরোধী দিবসে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি শেখ রোকনউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সাবেক দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি জয়নুল আবেদীন (কামাল)।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য কে সামনে রেখে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিভিন্ন দপ্তরের সহ নানাবীধ দুর্নীতি সমস্যা নিয়ে এবং দুর্নীতি বিরোধী কমিটির কার্যকারিতা নিয়েও সাংবাদিকগন নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম কে অবহিত করেছেন।
দেখা গেছে উপজেলা দুর্নীতিবিরোধী কমিটি বছরে একটি আলোচনা সভায় আলোকপাত করে শেষ করেছে।
সারা বছর তাদের কার্যকারিতা নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছে সুশীল সমাজ। দেখা গেছে যারা দুর্নীতি নিয়ে লেখালেখি করে এদেরকে কমিটিতে যুক্ত করা হয়নি।
দুর্নীতি বিরোধী দিবস এবং দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর প্রধানগণ, সাংবাদিক রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি গন অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিকগণ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান,,জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক কাউসার খান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান,চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল গাফফার, দুর্নীতি বিরোধী কমিটির সাবেক সভাপতি জয়নুল আবেদীন কামাল। বর্তমান দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি শেখ রোকন উদ্দিন। চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস, ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম।