আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা।
প্লাস্টিক দূষণ :”ক্ষতিকর প্রভাব”শীর্ষক সেমিনারে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের৪৩তমবিজ্ঞান ওপ্রযুক্তি সপ্তাহ বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
সেমিনারে সভাপতির বক্তব্যে সদর ইউএনও মাসুদুল আলম বলেন, আজকাল বিজ্ঞানচর্চা প্রায় বন্ধের পথে। বিজ্ঞানচর্চাকে ত্বরান্বিত করতে ছাত্রছাত্রীদের বিজ্ঞানবিষয়ক বই বেশি বেশি করে পড়তে হবে। তিনি আরও বলেন, একটি প্রজন্ম বই ছাড়াই সময় অতিক্রম করে যাচ্ছে; সারাদিন ইন্টারনেট, ফেসবুক নিয়ে সময় পার করছে। ভালো বিষয় নিয়ে ইন্টারনেটে সময় তেমন পার করছে না।
এ আয়োজনে ফরিদপুরের ২০টি স্কুলের শিক্ষার্থীরা ভিন্ন স্টলে নিজেদের তৈরি বিভিন্ন উপকরণ প্রদর্শন করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের শেষার্ধে বিজ্ঞান ও অলিম্পিয়াড অনুষ্ঠান হয়। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।