আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
শিক্ষক আওয়ামী লীগ করতেন’, তাই পিটিয়ে স্কুলছাড়া করলেন যুবদল নেতা ময়মনসিংহে সাধারণ শিক্ষার্থী-ছাত্রদলের সংঘর্ষ স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২৫ গেইল-ম্যাককুলামের রেকর্ড ভাঙলেন লিটন-তামিম স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অবশেষে জয়ের দেখা পেল ঢাকা রাজনীতির কারণে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা কুলিয়ারচরে প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ইটবাহী ট্রলি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত! লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীরা। আজ রোববার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং জেলা শহরের প্রধান সড়কে ‘সম্মিলিত নোয়াখালীবাসী’ ব্যানারে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের সমন্বয়ে প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে। বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী। অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না।

সকাল ১০টা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী সরকারী কলেজ, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ ও নোয়াখালী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈকি দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩০ মিনিট মানববন্ধন করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের মোহাম্মদীয়া মোড়, টাউনহলের মোড়, জেলা জামে মসজিদ মোড় ও  মাইজদী পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছে শেষ হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাইফুর রহমান রাসেল। তিনি বলেন, কোনো জেলাকে কোনো নতুন বিভাগের অন্তর্ভুক্ত করতে হলে ওই জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। শুনানির মতামতের ভিত্তিতে জেলা প্রশাসন সুপারিশ করে। কিন্তু নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি। তাছাড়া নোয়াখালীর সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনকে পাশ কাটিয়ে অন্য জেলার নামে বিভাগ নোয়াখালীবাসী কখনোই মেনে নিবে না।

সমাবেশে বক্তারা আরও বলেন, নোয়াখালীবাসী দীর্ঘদিন ধরে বিভাগের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেছেন কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। তাঁর এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিভাগ করতে হলে নোয়াখালী নামেই বিভাগ করতে হবে এবং বিভাগীয় শহর হবে নোয়াখালী। অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।

https://www.itvbd.com/191330

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com