আজ রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

Logo
নওগাঁর দুবলহাটিতে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব 

নওগাঁর দুবলহাটিতে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব 

মোঃ আরাফাত আলী,বিশেষ প্রতিনিধি,(নওগাঁ):

নওগাঁ সদর উপজেলার দুবলহাটিতে দিনে ও রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। চলছে পুকুর খনন ও মাটি বিক্রির বাণিজ্য।

আদালতের আদেশকে অমান্য করে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সানবিম মডেল স্কুলের পিছনে ব্যানাপাড়া ঠাকুরের মোড় এলাকায় পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়সূত্রে জানা যায়, ‘পুকুর খননের মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন ইটভাটাসহ বিভিন্নস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক্টর ও ভেকুর শব্দে রাতে ঘুমাতে পারছেন না স্থানীয়রা। রাস্তায় পড়ে থাকা মাটির ধুলোই নষ্ট হচ্ছে পরিবেশ আর মাটি পরিবহনের জন্য রাস্তাগুলোও হচ্ছে নষ্ট। রাস্তায় মাটি পড়ে থাকায় রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাটি ব্যবসায়ী জানান, ‘মাটি কাটার অনুমতি কারো নেই। তবে ইউনিয়ন ভুমি অফিসকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে।’

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব বলেন, ‘এখানে ম্যানেজ করার সুযোগ নেই। এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর খনন করা ও মাটি বিক্রির সংবাদ পেয়েছি,সেখানে আমাদের অভিযান চলবে।’

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম,রবিন শীষ জানান, ‘এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com