আজ বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

Logo
News Headline :
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সহ ১২৪ জনের নামে মামলা ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ সব আসামি খালাস পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিপাকে শিক্ষার্থীরা বোয়ালমারীতে ট্রেনে কেটে নসিমন চালকের মৃত্যু  ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দাবি বাস্তবায়িত না হওয়ায় লাইব্রেরি ও হলের নাম পরিবর্তন করলেন ববি শিক্ষার্থীরা নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা পিরোজপুরে এতিম শিশু ও  অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
দুই দিন ব‍্যয়াপী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদীর৬৮৪তম ওরস মোবারক 

দুই দিন ব‍্যয়াপী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদীর৬৮৪তম ওরস মোবারক 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা  বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র.)-এর ৬৮৪তম ওরস  মোবারক ১৪ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই ওরস অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ্‌ ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বুধবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো,জিকির আজগার, বাদজোহর মিলাদ- মাহফিল এবং বাদ এশা আখেরি  মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে দুইদিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।

হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) ৬৮৪তম উরুস উদ্যাপন পরিষদের সদস্য সচিব জাকির হোসেন (উজ্জ্বল) বলেন, মাজারে ওরস উপলক্ষে কোন ধরনের অপকম্য গান- বাজনা হয় না এখানে জিকির আজগার, মিলাদ মাহফিল হয়।সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশেকানসহ সবস্তরের মানুষের সহযোগিতা চান।

প্রতিবছরই ওরসকে ঘিরে শহরের শাহ্‌ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী শিশুদের নানা ধরনের  খেলনা ও খাবারের দোকান বসে।

ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত, অনুরাগীরা ও  মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com