আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
তাজ মাহমুদ
লংগদু,(রাংগামাটি)
রাঙ্গামাটির লংগদুতে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর, ২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, নব গঠিত জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)স্বরজিৎ কুমার দে, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এম,কে ইমাম উদ্দিন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) এবিএস মামুন, এবং আন্দোলনে চোখ হারানো আমান উল্লাহ সহ ক্ষতিগ্রস্ত অন্যান্য সদস্যরা।
আলোচনা শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা,আহত পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এতে বৈষম্য বিরোধী আন্দোলন সদস্যরা তাদের আন্দোলনের স্মৃতিচারণ করেন। স্বৈরাচার সরকারের দোসরদের ব্যপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বক্তারা আরো বলেন যে বৈষম্যের জন্য দুই হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন তাদের সেই আত্মত্যাগ যাতে বৃথা না হয়। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।