আজ শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামস্থ রেকর্ডভূক্ত ঐতিহ্যবাহী খেলার মাঠের তিন দিকে তৈরিকৃত ১০-১২টি দোকানপাট ও বাসাবাড়ি রাতের আঁধারে কে বা কাহারা ভাংচুর করে ব্যাপক ক্ষতি করেছে।
গত ১৪ জানুয়ারি সোমবার দিবাগত রাতে এঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে গত ১৫ জানুয়ারি বুধবার বিকালে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম আলী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কুলিয়ারচর উপজেলা শাখার সদস্য সচিব মাসুদ মিয়া, ছয়সূতী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. জামাল মিয়া ও ছয়সূতী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. সেলিম মিয়াসহ দলীয় নেতা কর্মীরা তাঁর সাথে ছিলেন।