আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের সমাজসেবামূলক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনের মেধাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯টি কিন্ডার গার্টেন স্কুল ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৪৪টি স্কুলের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার আদমপুরের তেতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অয়েকপম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অয়েকপম অঞ্জু বলেন, উপজেলার সকল স্কুলের আগ্রহে দ্বিতীয় বছর থেকে তারা উন্মুক্ত করে এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এবার তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৯টি কেজি ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু করে বেলা দেড়টায় সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরদির্শন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক শান্ত কুমার সিংহ বলেন, সংগঠনটি মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের একটি সমাজসেবামূলক হলেও উপজেলার শিক্ষার মান বৃদ্ধিতে সকল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আদমপুরের অয়েকপম ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক কাজে জড়িত থাকলেও গত ৪ বছর ধরে সংগঠনটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা চালু করে। প্রথমে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছিল। কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহে ২০২২ সাল থেকে কেজি স্কুলের বাহিরে গিয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অয়েকপম মেধাবৃত্তি চালু করে।