আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

Logo
News Headline :
চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’
আমৃতালোক সম্পাদকসহ ১১ সাংবাদিক বিএমএসএফ সম্মাননা পাচ্ছেন

আমৃতালোক সম্পাদকসহ ১১ সাংবাদিক বিএমএসএফ সম্মাননা পাচ্ছেন

গাজী তাহের লিটন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যুগরত্ন সাংবাদিক সম্মাননা পাবেন দেশের ১১ জন আলোকিত  সাংবাদিক। এছাড়া একইসঙ্গে দেশসেরা সংবাদ সম্মাননা, রতন সরকার স্মৃতি সম্মাননা, সাংবাদিকদের মেধাবী ২০ সন্তানকে শিক্ষা সম্মাননা  এবং পেশাগত দায়িত্ব পালনে হত্যার শিকার সাংবাদিকদেরকে মরণোত্তর সাংবাদিক সম্মাননাও দেওয়া হবে।

আগামি রোববার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় পর্যটন নগরী কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মাননা দেওয়া হবে।

এদিকে ২২ ও ২৩ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে সাংবাদিকদের এ  সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য নুরুল হুদা বাবু।

এর আগে ১২ ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে যুগরত্ন সাংবাদিক সম্মাননা-২০২৪ মনোনীতদের তালিকা প্রকাশ করে বিএমএসএফ।

মনোনীতরা হলেন— হাসানুর রহমান ঝন্টু (বাংলাদেশ প্রতিদিন) বরগুনা, এম এ আহাদ চৌধুরী তুহিন (দৈনিক ইত্তেফাক,এটিএন বাংলা জেলা প্রতিনিধি ও সম্পাদক দৈনিক অমৃতালোক) ভোলা, দুলাল সাহা (যমুনা টেলিভিশন) ঝালকাঠি, আবুল হোসেন আজাদ (দৈনিক খবর) ফরিদপুর, অধ্যাপক ওসমান গনি (সম্পাদক ও প্রকাশক, দৈনিক মৈত্রী) বান্দরবান, মমতাজ উদ্দিন বাহারী (দ্যা নিউজ টুডে) কক্সবাজার, এবিএম আতিকুর রহমান (দৈনিক কালের কন্ঠ) দেবীদ্বার-কুমিল্লা, সৈয়দ মাহফুজ উন নবী খোকন (দৈনিক যুগান্তর) সাতকানিয়া-চট্টগ্রাম, বিমল কুমার সাহা (ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ) ঝিনাইদহ, শ্যামলেন্দু পাল (দৈনিক ইত্তেফাক) নেত্রকোনা এবং এম জাহেদ চৌধুরী (প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক পূর্বকোণ ও সমুদ্রকন্ঠ চকরিয়া-কক্সবাজার)।

ওইদিন যুগরত্ন সম্মাননার জন্য মনোনীত সাংবাদিকদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com