আজ শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, একটা বৈষম্যহীন ন্যায় ইনসাফ নীতি-নৈতিকতাসম্পন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য। আমরা দীর্ঘ ৫৩ বছর দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ন্যায়-ইনসাফ তো বহুদূরের কথা বরং জাতিকে শোষণ বঞ্চনায় পরিপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা দিয়ে গেছেন। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি, মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থাকতে। কিন্তুু শেখ সাহেবের সন্তানরা সোনার মুকুট পড়ে বিয়ে শাদী করেছেন। এটাও দেখেছি ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক লুটপাট করেছে, পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যখন যারাই ল এসেছেন তারাই দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখা দ্বি-বার্ষিক সম্মেলনে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে আলহাজ্ব মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত আওয়ামিলীগ সরকার দেশের অর্থ সব বিদেশে পাচার করেছে। ইউরোপ, আমেরিকা, দুবাই, কানাডা সহ উন্নত দেশে তারা স্থায়ী হয়েছে। এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশে নীতি-নৈতিকতা সম্পন্ন রাজনৈতিক দেশপ্রেমিক নেতা পাইনি।
এ সময় তিনি আরো বলেন, এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান যে গণ বিপ্লব সংঘটিত হয়েছে, বাংলাদেশ এই গণঅভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এই গণঅভ্যুত্থানে বিগত ১৬ বছর বাংলার মেহনতী, শ্রমিক, জনতা, ছাত্র-জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রামের ফসল। যদিও ছাত্র-জনতার আন্দোলন ৩৬ দিনে একপর্যায়ে পূর্ণতা পেয়েছে। কিন্তু আন্দোলন শুধুমাত্র ছাত্র জনতা নয় আন্দোলন ছিল গোটা দেশবাসীর আত্মত্যাগের ফসল। এই আন্দোলনে শ্রমিক ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। যদি ৫ই আগস্ট আন্দোলনে আমাদের শ্রমিক ভাইদের ব্যাপক অংশগ্রহণ না থাকতো তাহলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটতে আরও সময় লাগতো। তিনি বলেন, একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাই।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে টাউন ক্লাব মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল অঞ্চলের পরিচালক মো. আলহাজ্ব কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক সহ স্থানীয় জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।