আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
সবচেয়ে ধনী তারকাদের ক্লাবে সেলেনা গোমেজ

সবচেয়ে ধনী তারকাদের ক্লাবে সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক :-

বিশ^ সঙ্গীতের অন্যতম জনপ্রিয় নাম সেলেনা গোমেজ। তবে বর্তমানে অভিনয়ে মনোনিবেশ করেছেন এই তারকা। কিছুদিন আগে যুক্ত হয়েছেন মার্কিন গায়িকা লিন্ডা রনস্ট্যাডের বায়োপিকে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

ধারণা করা হচ্ছে এবারের অস্কারেও থাকবে সেরা অভিনেত্রী ক্যাটাগরীতে মনোনয়ন। পুরস্কার পেয়ে গেলেও অবাক হবার কিছু নেই। কেননা, এ বছরেই কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘এমিলিয়া পেরেজ’ ছবির জন্য।

শুধু তাই নয়, তিনি যে এ সময়ে ভক্তদের কাছে সবচেয়ে জনপ্রিয় তারকা তা বোঝা যায় তার ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা দেখলে। পৃথিবীর তাবত শোবিজ তারকাদের মধ্যে সেলেনা গোমেজের অনুসারী সংখ্যাই সবচেয়ে বেশি (৪২৪ মিলিয়ন)। তিনি শুধু পিছিয়ে আছেন দুজন স্পোর্টস তারকা লিওনেল মেসির (৫০৪ মিলিয়ন) আর ক্রিশ্চিয়ানো রোনালদো (৬৩৮ মিলিয়ন) থেকে।

এবার জীবনের নতুন সাফল্য পেলেন সেলেনা। বিলিয়নিয়ার তারকাদের অত্যন্ত এলিট ক্লাবে উঠে এলো এই তারকার নাম। জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী, অভিনেত্রী এবং উদ্যোক্তা সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ারের তালিকায় সম্প্রতি জায়গা করে নিয়েছেন।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী সেলেনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার অর্থাৎ ১৩০০ কোটি ডলার।

ছোটবেলায় বার্নি এবং ডিজনি চ্যানেলের তারকা হিসেবে খ্যাতি অর্জন করা সেলেনা গোমেজের বিপুল সম্পদের বেশিরভাগই এসেছে তার রেয়ার বিউটি’ নামক মেকআপ কোম্পানি থেকে। যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে এই কোম্পানিতে তার শেয়ার মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি। এই ব্র্যান্ডের সাফল্য তাকে টেইলর সুইফট, রিহানা এবং কাইলি জেনারের মতো কনিষ্ঠ স্বনির্ভর নারী ধনীদের তালিকায় নাম লিখিয়েছে।

এছাড়াও সেলেনা গোমেজ মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ওয়ান্ডারমাইন্ড-এ বিনিয়োগ করার পাশাপাশি সংগীত, অভিনয়, সম্পত্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং পার্টনারশিপ থেকে বিভিন্ন উপায়ে আয় করেন।


ব্লুমবার্গের তথ্য মতে, লুই ভুটোন, কোচ এবং পুমার মতো ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্ট চুক্তি থেকে গোমেজ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। তিনি হুলুর জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এ অভিনয়ের জন্য প্রতি সিজনে কমপক্ষে ৬ মিলিয়ন ডলার আয় করেছেন। এই সিরিজটি সম্প্রতি পঞ্চম সিজনের জন্য নবায়ন করা হয়েছে।

সেলেনা গোমেজের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘সিঙ্গেল সুন’। এটি গেলো বছর প্রকাশ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com