আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:-
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
গত ১৪ অক্টোবর, মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়। মামলাটির অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। এর পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হলো।
এছাড়া, শমী কায়সার এর আগে ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।
শমী কায়সার নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তিনি অনেক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং তার অভিনয়শৈলী দেশজুড়ে ব্যাপক প্রশংসিত।
তিনি ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন এবং তার বাবা শহীদুল্লাহ কায়সার, মা পান্না কায়সার। তার মা একজন খ্যাতনামা লেখিকা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া, সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোনও তিনি। শমী কায়সারের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতের সঙ্গে তার সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য।
বর্তমানে শমী কায়সারের বিরুদ্ধে আদালতে চলমান মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।