আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

Logo
রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল মেহজাবীন!

রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল মেহজাবীন!

বিনোদন ডেস্ক:-

বিনোদন অঙ্গনে এ মুহূর্তে আলোচনায় রয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আলোচনায় থাকার অন্যতম কারণ, হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। সেই আসরে নামী তারকাদের সঙ্গে উৎসবের লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে।

এ খবর এতোদিন যতো লোকে জানতো, আজ তার পরিমাণ কয়েকগুণ বেড়ে গেছে। কারণ এই উৎসব থেকেই বলিউড হার্টথ্রব রণবীর কাপুরের সঙ্গে তোলা তার একটি সেলফি আজ মূহুর্তেই ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মেহজাবীন নয়, বরং ফোন হাতে রণবীর নিজেই লাল শাড়ি পরা মেহজাবীনের সঙ্গে সেলফি তুলছেন! আর তাতেই খুশিতে আট খানা মেহজাবীন, যা তার গাল ভরা হাসি দেখেই বোঝা যাচ্ছে। এ দিন মেহজাবীন চৌধুরী পরেছিলেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথীর কালেকশন।

সেই ছবি এখন অনেকেই শেয়ার করছেন ফেসবুকে। আর তার নিচে আসছে মজার মজার সব কমেন্ট। অনেকেই এই দুই তারকাকে একসঙ্গে একটি সিনেমায় দেখার ইচ্ছা পোষন করেছে।

এদিকে, শুধু রণবীর কাপুরই নয়, আজকাল প্রায়ই হলিউডের তারকাদের সঙ্গে ছবি প্রকাশ করেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। না, তিনি সাধারণ ভক্তদের মতো হলিউড তারকাদের শুটিং দেখতে যান না। মেহজাবীন সেখান থেকে ছবিগুলো তোলেন সেখানে হলিউড তারকাদের মতো তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে যান।

তেমনি এই রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই তিনি সেলফি তুলেছেন হলিউডের প্রখ্যাত দুই তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গে। যা প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। এর আগে কানাডার টরেন্টো একটি ফিল্ম ফেস্টিভ্যালে তিনি দেখা পান আরেক হলিউড তারকা নাওমি ওয়াটসের। তার সঙ্গেও ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন।

যে ‘সাবা’ সিনেমা নিয়ে মেহজাবীন একাধিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ পাচ্ছেন সেটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তিনি যাচ্ছেন উৎসবগুলোতে। রেড সি ফেস্টিভ্যাল নিয়ে মাকসুদ জানান, ‘‘এই আয়োজনের অংশ হতে পারা গৌরবের। ‘সাবা’ এই উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। এ নিয়ে চারটি উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেল সিনেমাটি। আমি সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি উইল স্মিথ, এমিলি ব্লান্টসহ অন্যদের।’’

মাকসুদ আরও বলেন, ‘‘রেড কার্পেট আয়োজনে ছিল আমাদের জন্য চমক। সাধারণত দেখা যায়, নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছি। রেড কার্পেট পর্বের পরে উইল স্মিথসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের ‘সাবা’ সিনেমাটি নিয়ে জানতে চান। পরে তাকে গল্পটি বলি। টপিক তার ভালো লেগেছে। আমাদের প্রিমিয়ারে আসার ইচ্ছা পোষণ করেছেন। বলেছেন চেষ্টা করবেন।’’

তিনি বলেন, ‘নতুন আয়োজন হলেও রেড সি এখন অনেক অনেক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নিয়ে অনেক পরিচালক, প্রযোজকের আগ্রহ রয়েছে। আমাদের সিনেমাটি নিয়ে তাঁরা কী বলেন, সেটাই জানার অপেক্ষায় রয়েছি।’

৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com