আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ বিনোদন ডেস্ক;-
করোনা পরবর্তী সময়ে ডিজিটালাইজেশনের যুগে মানুষ প্রেক্ষাগৃহ ছেড়ে বিনোদনের জন্য ঝুকেছে অনলাইন থিয়েটার মাধ্যমে বা ওটিটির দিকে। তাই গতনুগতিকধারার ওয়েব সিরিজের পাশাপাশি ওটিটি মাধ্যমে জনপ্রিয়তা পেতে শুরু করেছে অ্যাডাল্ট ওয়েব সিরিজ সেগমেন্ট।উল্লু”,”কোকু”,”প্রাইম শট” এর মত একাধিক ওটিটি প্ল্যাটফর্মে নিত্যদিন লঞ্চ হয়ে থাকে রগরগে যৌ..নতায় পরিপূর্ন একাধিক ওয়েব সিরিজ। আজ আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে নিয়ে এসেছি এমনই এক উষ্ণ ওয়েব সিরিজের হদিশ।
সানভেদা”,”ছুপি নজর”এরপর এইবার “Courtship” ওয়েব সিরিজে টেলার নিয়ে হাজির হলো কোকু। ইউটিউব মাধ্যমে ট্রেইলার প্রকাশে আসতেই দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। আসন্ন এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন লাস্যময়ী অভিনেত্রী শ্রেয়শী আর এই অভিনেত্রীকে কাস্ট করা মানেই সিরিজটি যে কতটা উষ্ণতায় পরিপূর্ণ হতে চলেছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।