আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

Logo
News Headline :
রাণীনগরে পথ অবরোধ করে ১৫ভরি স্বর্ণ ও ১’শ ভরি চাঁদী ছিনতাই মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিসে অব্যবস্থাপনা আর দালালের দৌরাত্ম মুন্সীগঞ্জে বদরুদ্দোজা চৌধুরীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগের উদ্বোধন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট মিল্লাত ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান,গ্রেফতার ২৬ দীর্ঘ ৩ মাস ১১ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন  নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন লংগদুতে জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত  বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন!
বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের: দরদ

বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের: দরদ

আওয়ার ডেইলি বিনোদন ডেস্ক;-

দুই বাংলার সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিচালক অনন্য মামুন জানান, ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ ছবিটি মুক্তি দেয়া হবে।এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’র মুক্তির কথা শোনা গেলেও এবার অফিশিয়ালি জানা গেল, ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি।প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র গ্র্যান্ড রিলিজ উপলক্ষে এ ছবি সংশ্লিষ্টরা একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করেন। এর মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দেয়া হয়।দুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় দরদ। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে ছবিটি।গেল ঈদুল আযহার দিন ‘দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।জানিয়ে রাখা ভালো, আগে ঈদ ছাড়াই শাকিব খানের ছবি মুক্তি পেত। তখন হলে হলে দর্শকদের ঢল নামতো। কিন্তু দেশে করোনা আসায় চিত্রটি পাল্টে যায়। ৪ বছর পর ‘দরদ’ দিয়ে ঈদ ব্যতিত এ সুপারস্টারের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।এদিকে, দরদ মুক্তির খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হল মালিকরা। তারা বলছেন, ভালো ছবির সংকটে দর্শক হলে আসছে না। দরদ দিয়ে সেই দর্শক খরা দূর হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com