আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

Logo
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কীর্তি সুরেশ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক:-

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। তিনি কীর্তি সুরেশ। দক্ষিণী সিনেমা দেখেন, অথচ তাকে পছন্দ করেন না, এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। মায়াবী চেহারার এ অভিনেত্রী যেমন রূপের মুগ্ধতা ছড়ান, তেমনি তার অভিনয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখেন সবাইকে।

এবার জানা গেল এ অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলকে বিয়ে করছেন এ অভিনেত্রী। দুবাই-এর ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিন দিন। ইন্ডাস্ট্রির জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি দেবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও কিছু বলেননি কীর্তি।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন। 

এদিকে, ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থোরি’ সিনেমার হিন্দি রিমেক ‘বেবি জন’-এ বলিউড তারকা বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি। আর সেই সূত্রেই বরুণের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছে। সিনেমাটি আসছে বড়দিনে মুক্তি পাবে। এরইমধ্যে ছবিটির গান মুক্তি পেয়েছে। তাতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com