আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
তমার সঙ্গে সম্পর্ক  তিক্ততায় যায়নি:-রাফি |Our Daily Bangladesh

তমার সঙ্গে সম্পর্ক  তিক্ততায় যায়নি:-রাফি |Our Daily Bangladesh

বিনোদন ডেস্ক:-

বর্তমান সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফি। তার নির্মিত প্রায় সবগুলো সিনেমাই আলোচিত ও ব্যবসাসফল। নির্মান শৈলি দিয়ে তরুন প্রজন্মের কাছে নিজেকে মেলে ধরেছেন। পেয়েছেন গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা। তবে রিল দুনিয়ার বাইরেও মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন রাফি।

গত কয়েক বছর ধরে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন চলছে। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল- প্রেম করছেন রাফি ও তমা মির্জা। এছাড়াও কয়েকবার এ ধরনের গুঞ্জন উঠেছে। শুরুতে এসব একদমই পাত্তা দিতেন না তারা। এ কারণে মন্তব্যও করতেন না তমা মির্জা কিংবা রাফি।

এদিকে জন্মদিনে তাদের একে-অপরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্ট দেখে নেটিজেনরা প্রায়ই মন্তব্য করে থাকেন, হয়তো বন্ধুত্বের থেকেও বেশি কিছু রয়েছে তাদের মধ্যে। আবার একাংশের ধারণা, কেবলই হয়তো বন্ধু তারা। যদিও গত বছর বিভিন্ন সংবাদমাধ্যমে এ ব্যাপারে তমা মির্জা ও রাফি জানিয়েছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।

এরইমধ্যে আবার নতুন করে চাউর হয়েছে, তমা মির্জা ও রাফির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু আসলেই কি তাই? সম্প্রতি এ ব্যাপারে একটি টেলিভিশন প্রোগ্রামে খোলামেলা কথা বলেছেন রাফি। অনুষ্ঠানে নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, অভিনেত্রী তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরো অধিকতর মধুর নাকি তিক্ততায় আছে এখন?

এ প্রশ্নের জবাবে রাফি বলেন, তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দু’জনার মধ্যকার সম্পর্কটা। আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই। এরপরই মাঝের গুঞ্জন নিয়ে প্রশ্ন রাখা হয়, আগের সব কি কেবলই গুঞ্জন ছিল, নাকি কিছু সত্যি ছিল যা এখন নেই?

‘দহন’ খ্যাত নির্মাতা বলেন, আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com